মাদক ছাড়ি, বল স্বপ্নে দেখি—মাঠ ভরি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৩নং বেরীবাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আন্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা।
শনিবার বিকেল ৩টায় শান্তি রানী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮টি দল। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী ময়মনসিংহ একাদশ বনাম টাঙ্গাইল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য সম্পাদক মো. নুরুল আলম, যুবদল নেতা লালন সহ স্থানীয় নেতৃবৃন্দ। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।