সমাচার ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শরফুদ্দীন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া খান, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি) সহ জেলা পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ, বিবিএ কর্তৃপক্ষ, পৌরসভা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদের আগে ও পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন এবং যাত্রীদের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।