গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজার ৩০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ৯১টি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটটি পরিবারের সব সদস্য।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজায় অন্তত ১ লাখ ২৩ হাজার ৫৩৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের বেশিরভাগই ঘর ছেড়েছেন আতঙ্ক, নিরাপত্তা উদ্বেগ ও ধ্বংসযজ্ঞের কারণে। গাজা সীমান্তে এরই মধ্যে প্রায় এক লাখ রিজার্ভ সৈন্য জড়ো করেছে ইসরায়েল।
যেকোনো সময় বড় ধরনের স্থল অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা।