টাঙ্গাইলের গোপালপুর থানা মসজিদের মুসুল্লিদের কষ্ট লাঘবে, নিজ অর্থায়নে ২টনের এসি প্রদান করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং সংসদ সদস্য, এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বুধবার (৩০ এপ্রিল) রাতে গোপালপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, আবু ঈশা মুনিম এবং সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খান তারেকের মাধ্যমে তিনি এই উপহার পৌঁছে দেন। এসি গ্রহণ করেন থানা মসজিদের ইমাম হাফেজ মুফতি নুরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ওসি (তদন্ত) মামুন ভুঞাসহ উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা।
উল্লেখ্য, এডভোকেট আব্দুস সালাম পিন্টু সংসদীয় আসন ১৩১, টাঙ্গাইল-২ গোপালপুর ও ভুঞাপুর আসনে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে শিক্ষা, শিল্প ও তথ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সেসময় খেটে খাওয়া মানুষের সাথে সুসম্পর্ক থাকার কারণে, নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানেও এ অঞ্চলের মানুষের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।