ঢাকার আশুলিয়া থেকে অপহৃত ৩ বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণের ৩০ ঘন্টার মধ্যে টাঙ্গাইল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, একইসাথে অপহরণ কাজে জড়িত এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধা ৭ টায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল আবাসিক হোটেল থেকে অপহৃত ভিকটিম আব্দুল্লাহ (৩) কে অক্ষত অবস্থায় ঊদ্ধার এবং অপহরণকারী মোঃ আজাহার (৪০), জেলা- গাজীপুর’কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারে দেয়া তথ্যমতে মামলার বাদী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া, থানার রামনগর সুরেরপাড় গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ সেলিম মিয়া (২৭) তার তিন বছর বয়সীর শিশু ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে ঢাকার আশুলিয়া থানা এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে। বাদী রঙ মিস্ত্রির কাজ এবং তার স্ত্রী গার্মেন্টেসে চাকরি করে। বাদী এবং তার স্ত্রী বাসায় না থাকার সময়ে বাদীর শিশু ছেলে আবুদুল্লাহ তার বৃদ্ধ মায়ের কাছে থাকতো। ধৃত অপহরণকারী বাদীর খালাত বোনের মেয়ের তালাকপ্রাপ্ত স্বামী। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)সকাল অনুমান সাড়ে আটটায় বাদী ও তার স্ত্রীর অনুপস্থিতিতে ধৃত অপহরণকারী আজাহার বাদীর ভাড়া বাড়িতে এসে তার বৃদ্ধ মায়ের কাছ থেকে বাদীর ৩ বছরের শিশু আব্দুল্লাহকে সদাই/মজা কিনে দেওয়ার কথা বলে দোকানে নিয়ে যায়।
দীর্ঘ সময় ফেরত না আসায় বাদীর মা বাদীকে মোবাইলে ঘটনার বিষয় জানায়। বাদী তৎক্ষনাত বাসায় আসে সম্ভাব্য সকল স্থানে খোজ করে না পেলে ধৃত অপহরণকারীর মোবাইলে যোগাযোগ করেন। ধৃত অপহরণকারী ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ধৃত অপহরণকারীকে মুক্তিপণ না দিলে বাদীর শিশু আব্দুল্লাহকে মেরে ফেলার হুমকি প্রদান করে। উক্ত ঘটনায় বাদী ঢাকা জেলার আশুলিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৫, তারিখ-০৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০(সংশোধীত/২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারা।
এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ধৃত আসামী ও ভিকটিম শিশুটির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ও র্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্প এর আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল আবাসিক হোটেল থেকে অপহরণের ৩০ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিম আব্দুল্লাহ (৩) কে অক্ষত অবস্থায় ঊদ্ধার এবং অপহরণকারী মোঃ আজাহার (৪০), জেলা- গাজীপুর’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধৃত আসামী এবং ভিকটিম কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।