ঢাকা, ৪ সেপ্টেম্বর: ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
এর আগে ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল-জিরাবো অংশে যৌথ বাহিনীর স্থাপিত চেকপোস্টে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলেন— স্থানীয় মাদক সরবরাহকারী নাজমা আক্তার এবং সিলেট থেকে গাঁজা সরবরাহকারী রাজন ও ইমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, রাজন ও ইমান সিলেট থেকে গাঁজা এনে নাজমার কাছে দিতেন, আর নাজমা আশুলিয়ার জামগড়া ও আশেপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “আটক আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”