পর্দার পরিচিত মুখ তাঁরা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। বলা যায় জুটি হিসেবেও তাঁরা পেয়েছেন পরিচিতি। সেই জুটি নিয়ে এ বছরের শুরু থেকে গুঞ্জন চাউর হয়। শোনা যায় তাঁরা প্রেম করছেন। তবে এ নিয়ে খোলাখুলি কোনো বক্তব্য দেননি এই অভিনেতা কিংবা অভিনেত্রী। তবে এবার অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্পর্কের কথাগুলো নিয়ে মুখ খুললেন।
অভিনেত্রীর কাছে প্রশ্ন, ‘একজন অভিনেতার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, এমন গুঞ্জন শোনা যায়?’ তানিয়ার পাল্টা প্রশ্ন, ‘অনেকে অনেক কিছুই তো লেখে। কিন্তু কাকে নিয়ে কোন গুঞ্জন, সেটাও তো জানা দরকার।’ ‘আপনার কি কোনো অভিনেতার সঙ্গে সম্পর্ক রয়েছে?’ কিছুটা ভেবে তানিয়ার এবার জানতে চান, ‘এখন কার কথা–বা বলছেন, সেটা তো বুঝতে পারছি না। আসলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে, আপনি নাম বলতে পারেন?’
এই অভিনেত্রীর কাছে জানতে চাই, ‘এর আগে আপনার ফেসবুক পোস্ট ঘিরে কিছু অনলাইনে খবর প্রকাশ পায়, অভিনেতা আরশ খানের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, এমনকি বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল? এই প্রসঙ্গে কী বলবেন?’ কিছুটা সময় নিয়ে তানিয়া এবার বলেন, ‘আমাদের মধ্যে আসলে প্রেম বা সম্পর্ক এমন কিছু না। আমরা শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের শুটিং করেছি। সেই কারণেই অনেকে অনেক কথা বলেন। একসঙ্গে অভিনয় করার কারণে অনেক সময় ফেসবুকে পোস্ট করা বা কিছু লিখেছি। সম্পর্ক বা তেমন কিছু না।’
‘ঘাসফুল’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তানিয়া বৃষ্টি। পরে নিয়মিত হন নাটকে। এর মধ্যে একাধিক নাটক তাঁকে প্রশংসা এনে দিয়েছে। এর মধ্যে ‘ছোবল’, ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ নাটকগুলোতে এক নতুন তানিয়াকে খুঁজে পান দর্শক। গল্পগুলোতে মাদক, অন্তঃসত্ত্বা নারীর সমস্যাসহ নিম্নবিত্ত মানুষের কথা উঠে এসেছে। এসব নাটকও কোটি ভিউয়ে নাম লেখাচ্ছে। বাড়তে থাকে ব্যস্ততা। তানিয়া এখন নিয়মিত অভিনয় নিয়েই থাকতে চান। সম্পর্ক বা গুজবে কান দিচ্ছেন না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার কারণে আমাদের সম্পর্ক অনেক ক্লোজ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। আমাদের কাছাকাছি বাসাও ছিল। তখন আমাদের অনেক কাজ হয়েছে। এখন আগের মতো আমরা একসঙ্গে অভিনয় করছি না। এখন আমাদের মধ্যে ওই ফ্রেন্ডশিপ নাই।’