ঘোষণা করা হয়েছে আফগানিস্তান- বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচি। রোববার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিরিজের সূচি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটির আয়োজক আফগানিস্তান। তবে নিরপেক্ষ ভেন্যুতে হবে সিরিজ। এ জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজাকে নির্ধারণ করা হয়েছে। বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে।’চলতি বছর নভেম্বরে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এর আগে ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে।
এর দুদিন পর ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। আর তৃতীয় ও শেষ ওয়ানডেটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।যদিও ওয়ানডে এই সিরিজটি হওয়ার কথা ছিল চলতি বছর জুলাইয়ে। পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল দুই দলের। ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সঙ্গে ছিল ২টি টেস্টও। তবে দুই দেশের বোর্ডের যৌথ সম্মতিতে স্থগিত হয় ওয়ানডে সিরিজটি।এদিকে তিন ফরম্যাটের পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ দল। অ্যান্টিগায় ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। ৩০ নভেম্বর জ্যামাইকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে দুই দলের ওয়ানডে সিরিজ। এরপর ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর।