আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ভারত। দেশটির এক হাজার পরিবারের জন্য জরুরি সহায়তা হিসেবে তাঁবু পাঠিয়েছে ভারত সরকার।
সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ পোস্ট করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, এ বিষয়ে তার সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির কথা হয়েছে।
ভারতের কাবুল মিশন ইতোমধ্যেই কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সহায়তা করছে। জয়শঙ্কর আরও বলেন, ভারত খুব শীঘ্রই অতিরিক্ত ত্রাণসামগ্রী পাঠাবে। তিনি এক্সে লিখেছেন, “আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।”