সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার (২৯ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে পাকিস্তান। ব্যাট হাতে সালমান আগা ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজের ব্যাট থেকে আসে ১১ বলে ২১ রান। ফখর জামান ও সাইম আয়ুবের জুটি কিছুটা আশা জাগালেও আফগান স্পিন আক্রমণের সামনে টিকতে পারেননি তারা। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমদ নেন ২ উইকেট, তবে খরচ করেন ৪৭ রান।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করে আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলে ৩৮ রান করেন। তবে বাকিরা তাকে সাপোর্ট দিতে ব্যর্থ হন। কিছুটা লড়াই করেন রশিদ খান, কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের পথে নিতে পারেননি। আফগানিস্তানের ইনিংস থামে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানে।
বোলিংয়ে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান খরচে তুলে নেন ৪ উইকেট। শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নাওয়াজ পান দুটি করে উইকেট উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তান মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।