দেশের সাত জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে উক্ত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ঝুঁকিপূর্ণ সময় সতর্ক থাকেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।