আজ বিশ্ব এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। রাতের আকাশ ভালোবাসেন যারা, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ।

বাংলাদেশ থেকেও দেখা যাবে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, আবহাওয়া পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই গ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৮টা ২৮ মিনিটে শুরু হয়ে ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হলো পূর্ণগ্রাস পর্ব, যাকে ‘ব্লাড মুন’ বলা হয়। এই সময়ে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।
কখন কীভাবে দেখা যাবে রাত ৯টা ২৭ মিনিটে চাঁদের একটি অংশ কালো হতে শুরু করবে। রাত সাড়ে ১০টার পর পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে দেবে।এ সময় চাঁদ লালচে রঙে জ্বলজ্বল করবে, যা আকাশপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ। কোথায় কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস গ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে।
এ ছাড়া উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ ভাগ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। বৈজ্ঞানিক গুরুত্ব এটি শুধু সৌন্দর্যের দৃশ্য নয়; চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের গঠন ও অবস্থা সম্পর্কেও মূল্যবান তথ্য পাওয়া যাবে। তাই বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই বিরল মহাজাগতিক ঘটনা।