বাংলাদেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসের তুলনায় এ হার ০.২৬ শতাংশ কম। তবে খাদ্যপণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
মূল্যস্ফীতির হালনাগাদ চিত্র রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্যমতে, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। গত বছরের একই সময় (আগস্ট ২০২৪) এ হার দাঁড়িয়েছিল ১০.৪৯ শতাংশে।
খাদ্য মূল্যস্ফীতি: আগস্টে ৭.৬০ শতাংশ (জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ)। গত বছর একই সময়ে এ হার ছিল ১১.৩৬ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি: জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে। গত বছরের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।
শ্রমিকদের মজুরি প্রবৃদ্ধি স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮.১৫ শতাংশে। টানা ৪৩ মাস ধরে মজুরি প্রবৃদ্ধি মূল্যস্ফীতির নিচে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলো জীবিকা সংকটে পড়ছে।
অর্থনীতিবিদদের মতামত অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেশি থাকায় সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে না। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য ব্যয় সংকট আরও জটিল হচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।