সমাচার ডেস্ক: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলে বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তারা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি অ্যাডভোকেট বার সমিতি থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে বার সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যদের দ্রুত পদত্যাগ করে জুলুম নির্যাতন বন্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এছাড়া আন্দোলনে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন সেইসব দোষী পুলিশদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এসএম ফায়েজুর রহমান, গোলাম মোস্তফা ও মায়েদুল ইসলাম শিশির প্রমুখ।