বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা অয়ন মুখার্জির ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক ও বিভিন্ন চরিত্রের ঝলক। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে থাকছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
শিল্পী মহলে জোর গুঞ্জন, ‘রামায়ণ’-এ সূত্রধরের ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। তার দরাজ কণ্ঠ দিয়েই নাকি শুরু হবে এই বিগ বাজেটের সিনেমা। অমিতাভ বচ্চনের কণ্ঠের জনপ্রিয়তা নতুন কিছু নয়। এর আগে ‘লাগান’ ছবিতেও তার বর্ণনায় এগিয়েছিল কাহিনি। এবার সেই ধারা বজায় রেখেই শোনা যাবে তার গলা।
তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, শুধুমাত্র সূত্রধর হিসেবেই নয়, ছবিতে ‘জটায়ু’ চরিত্রেও তার কণ্ঠ ব্যবহার করা হবে। আর সেখান থেকেই দর্শকদের ধারণা তিনিই গল্পের সাক্ষী হয়ে রামায়ণের ঘটনাপ্রবাহ তুলে ধরবেন। যদিও এখনো ছবির টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই খবরে সিনেমাপ্রেমীদের কৌতূহল তুঙ্গে।
উল্লেখ্য, এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, যা তার ক্যারিয়ারের নতুন মাইলস্টোন হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। এছাড়া এই বিগ বাজেট প্রজেক্টে আরও থাকছেন বলিউড তারকা সানি দেওল, ‘কেজিএফ’ খ্যাত যশ, দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও অভিনেত্রী সাঁই পল্লবী।