ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান, যিনি সম্প্রতি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছেন, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন বার্তা দিলেন। ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুকে খোলামেলা অভিজ্ঞতা শেয়ার রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে আরশ খান একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্কুলজীবন থেকে ধূমপানের অভ্যাস, ভেপ ব্যবহার এবং এর ভয়াবহ প্রভাব নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি লিখেন— “স্কুলজীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর পর আমার ফুসফুস প্রায় শেষের পথে। সিগারেট ছাড়ার জন্য ভেপ ধরলেও এর ক্ষতি আরও দ্রুত ফুসফুসকে অকেজো করে তুলেছে।”
ধূমপান ও ভেপের ক্ষতি নিয়ে সতর্কবার্তা আরশ খান জানান, ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুস স্বাভাবিক হতে কমপক্ষে ৯ মাস সময় লাগে। তবে কিছু ক্ষতি থেকে যায় যা কখনও পূরণ হয় না। আর ভেপের কারণে ফুসফুসে যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই।
তিনি সতর্ক করে বলেন— “সিগারেট এমন এক প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক নতুন আসক্তিতে জড়ানো যাবে না। সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই।” তরুণদের প্রতি বার্তা তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, ধূমপান বা ভেপের মতো মারাত্মক অভ্যাস থেকে দূরে থাকতে হবে। অন্যথায় এর পরিণতি সারাজীবন ভোগ করতে হবে।