বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রাজ রিপা হঠাৎ করেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও তার অভিনীত সিনেমার সংখ্যা কম, তবে গ্ল্যামার, হাসি এবং ভিন্নধর্মী পোশাকের কারণে ইতিমধ্যেই তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ময়না’।
তবে আরেকটি সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ রিপা। সেই সঙ্গে ক্ষোভ থেকে তিনি ঘোষণা দেন, নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নিচ্ছেন।
রাজ রিপা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাবো, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সব দেখেই সিদ্ধান্ত নিলাম। কাউকে ঠকাইনি, কারো কাছে দেনাও নাই। তবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে আমার পাওনা হিসাব এখনো বাকি।”
তিনি আরও লেখেন, ৪ বছর ধরে ‘মুক্তি’ সিনেমার জন্য মানসিক যন্ত্রণা সহ্য করছি। অন্য কেউ হলে হয়তো সুইসাইড করত। কিন্তু আমি একা একা লড়াই করেছি। পরিচালক দায়িত্ব পালন না করায় সিনেমার স্পন্সর আনতে গিয়ে নিজের চেষ্টায় ব্যর্থ হয়েছি। অথচ এটা তার কাজ ছিল। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখালেও নিজের আখেরটাই গুছিয়েছেন।”
এছাড়াও রাজ রিপা অভিযোগ করেন, পরিচালকের অসুস্থতার অজুহাতে সিনেমার কাজ আটকে আছে। এমনকি তিনি হুমকি দিয়েছেন, সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে কিছুই করার থাকবে না। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।” শেষে রাজ রিপা বলেন, এই শহর ছেড়ে চলে যাবো। ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। আমার স্বপ্ন এখানে মাটিচাপা দিলাম। অসংখ্য স্বপ্নবাজরাও এভাবে হেরে যায় বেইমানদের কাছে।”