চলচ্চিত্রে নিয়মিত না হলেও চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে। বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে নিজের পার্লার পরিচালনা—সবকিছু মিলিয়ে বর্তমানে তিনি একেবারে ব্যবসায়ী মুডে আছেন।
সম্প্রতি আলোচনায় আসে যে, তিনি কিনে নিয়েছেন টিকটকার প্রিন্স মামুনের মালিকানাধীন জনপ্রিয় সেলুন ‘প্রিন্স কাট’। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। খবরে শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের কাছ থেকে সেলুনটি কিনেছেন। তবে এ বিষয়ে প্রিন্স মামুন জানান,
অপু আপুর সঙ্গে কি ধরনের ডিল হয়েছে, তা আমরা বিস্তারিত পরে জানাব। তবে এখন সেলুনটি অপু আপু পরিচালনা করছেন।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার করেন অপু বিশ্বাস। তিনি বলেন,
“যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা ক্রেতারই হয়ে যায়।” তিনি আরও জানান, সেলুনটি এখন তিনজন মিলে পরিচালনা করবেন। এর মধ্যে আছেন—অপু বিশ্বাস নিজে, মাসুদ খান ও কাজী মাহফুজ।