ইয়ামিনের খাটের পাশের দেয়ালে একটি শোক ব্যানার ও বিছানার ওপরে বাংলাদেশের পতাকা রাখা হয়েছে। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন।
পুলিশের সাঁজোয়া যানের ওপর থেকে তাঁকে ফেলে দেওয়ার দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সেই ইয়ামিনের স্মরণে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিল এমআইএসটি কর্তৃপক্ষ। তাঁর স্মৃতিতে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে তারা।
১৮ আগস্ট সকাল ৯টায় ওসমানী হলের ৬১৯ নম্বর কক্ষে (এ বছরের এপ্রিল থেকে এই ঘরেই থাকতেন ইয়ামিন) আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দল।
ইয়ামিনের খাটের পাশের দেয়ালে একটি শোক ব্যানার ও বিছানার ওপরে বাংলাদেশের পতাকা আগে থেকেই রাখা ছিল। এরপর বিশ্ববিদ্যালয় কমান্ড্যান্টসহ উপস্থিত দলটি ইয়ামিনের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। তাঁর ব্যবহার্য জিনিসপত্র দেখে। রুমমেটদের কাছ থেকে ইয়ামিন সম্পর্কে জানে। সবাইকে সান্ত্বনা দেয়।