বৃহস্পতিবার ১৪ নভেম্বর প্রফেসর সোহরাব উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, টাঙ্গাইল এর সাধারণ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি করেছে। তারা ৪ (চার) দফা দাবি জানিয়েছেন।
দাবী সমূহ হলোঃ
১. অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন চাই।
২. অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১ বছর ইন্টার্নশীপ চাই।
৩. প্রস্তাবিত—এলাইড—হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড চাই।
৪.অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চাই।
তারা অনতিবিলম্বে উক্ত দাবি গুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন।