গাজীপুরে কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে, সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় টাঙ্গাইলে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হৃদয়ের পরিবার ও আলমনগর গ্রামবাসী।
সেই হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন
এতে অংশ নিয়ে বক্তব্য দেন, হৃদয়ের বাবা লাল মিয়া , মা রেহানা বেগম, বোন জেসমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালপুর প্রতিনিধি নাসির উদ্দিন।
বক্তারা, অবিলম্বে হৃদয়কে সরকারিভাবে শহীদি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। এছাড়াও হৃদয়ের মরদেহের সন্ধান করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।
সারাদেশে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল, গত ৫ই আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে রাস্তায় ঘেরাও করে গুলি করে পুলিশ, তারপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। এরপর সন্ধান মেলেনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের লালমিয়ার একমাত্র পুত্র কলেজ ছাত্র হৃদয়ের।
এনিয়ে বিগত ৯আগষ্ট দৈনিক বাংলায় প্রথম সংবাদ প্রকাশ হয়েছিল । ৮মাস পেরিয়ে গেলেও সেই হৃদয়ের সন্ধান মেলেনি, উঠেনি শহীদি তালিকায় নাম! এ সংক্রান্ত একটি মামলায় একাধিক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছে।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির...
টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার(১০ অক্টোবর) সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ...
টাঙ্গাইলে প্রাণ কোম্পানির পাওয়ার গ্রুপের বিক্রয় পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের সেরা পারফরম্যান্সের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল পাওয়ার গ্রুপের পক্ষে বিক্রয় পরিবেশক মেসার্স...