মোঃ সজিব মিয়া: সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলে সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ।
আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালাম পিন্টু মুক্তি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জৈষ্ট নেতা আতাউর রহমান জিন্নাহ, কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিমসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, সে শেখ হাসিনার ষড়যন্ত্রের স্বীকার। একুশে গ্রেনেড হামলার সাথে সালাম পিন্টু জড়িত ছিলেন না। আমরা অতিদ্রুত সালাম পিন্টুর মুক্তি দাবী করছি। সমাবেশ শুরুর আগে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহন করেন।