নির্বাচন কমিশন প্রস্তাবিত সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ জুলাই নির্বাচন কমিশন শ্যামনগর ও আশাশুনি মিলে সাতক্ষীরা-৪ আসনের যে খসড়া প্রস্তাবনা প্রকাশ করেছে, সেটি বাতিল করতে হবে। সাতক্ষীরার পাঁচটি আসন ফিরিয়ে দিয়ে শুধু শ্যামনগরকে নিয়ে একটি আসন ঘোষণা করা হোক। অন্যথায় পূর্বে শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক এলাকা নিয়ে যে সাতক্ষীরা-৪ আসন ছিল, সেটি ফিরিয়ে দেয়ার দাবিও জানান তারা।
মানববন্ধনে অংশ নেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিমসহ আরও অনেকে। উল্লেখ্য, গত ৩০ জুলাই বিকেলে একই কারণে প্রতিবাদ জানায় বিএনপি। ওই দিন রাতেই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছিল দলটির নেতাকর্মীরা।