টাঙ্গাইলের সখীপুরে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম ও
সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন প্রমুখ।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জিএনবি আশা বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।