টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত।আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টাযর দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে সমবয়সী ৫/৬ জন গোসল করতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে যায় । তাদের মধ্যে একজন মারা যায় অপর দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
তিনজনের মধ্যে ঝুমা (৭) নামের ১ জনের মৃত্যু হয়। ঝুমা ওই এলাকার জয়নাল হকের মেয়ে ।
অপর দুইজন মারিয়া (১০) ও মিজানুর(৬) ওই এলাকার মনিক মিয়ার সন্তান। মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ঝুমা নামের এক শিশু বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে । পারিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ পারিবারিকভাবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।