টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও ৩০/ ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার গুরুতর আহত হন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত ছাত্রদলের নেতা নাঈম সিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি দায়ের করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন মঙ্গলবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, সোমবারের মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ৩০/ ৪০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিএনপির বিরুদ্ধে দেওয়া এক বক্তব্যে প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠন।
অপরদিকে গত ৭ ডিসেম্বর কাদের সিদ্দিকী তার দলীয় বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে বিষেধাগার বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর নেতৃত্বে ওই দিন রাতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সমাবেশের বক্তব্য নিয়ে ও ক্ষুব্ধ হন কৃষক শ্রমিক জনতা লীগ।
এ ঘটনায় গত দুই দিন উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। এর প্রতিবাদে গত সোমবার দুথপক্ষই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরটি দখলে নেন। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। উভয় দল মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় দুথপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন।