গাজীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলার চক্রবর্তী এলাকায় ওই মহাসড়ক অবরোধ করেন তারা। জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ভোগান্তি পড়েন সাধারণ যাত্রীরা।