টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার মানন্নোয়নে উপজেলার প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। এসময় আরোও বক্তব্য দেন-উপজেলা সহকারী প্রামিক শিক্ষা অফিসার মাহমুদা ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য দেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় গুলোতে জোর দেওয়ার আহবান জানিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।
সভায় ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহজমেদ রাজু, ধনবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, বাজিতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, চারাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন, কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহ ধনবাড়ী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।