সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাপ্রধান প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন।