টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি অভিযানে ৯০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ও রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযান সংক্রান্ত তথ্য টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ (ওসি) আজাহারুল ইসলাম জানান— বিকাল পৌনে ৪টায় মির্জাপুর উপজেলার সদর এলাকার বাওয়ার কুমারজানী রোডে সিটি সেন্টারের ১২তলা ভবনের ডি ইউনিটে অভিযান চালানো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবাসহ রাকিব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বিকাল ৫টায় আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে ডিবির এসআই নুরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে ২০০ পিস ইয়াবাসহ শাকিল নামের আরেক মাদক কারবারিকে আটক করা হয়। রাত ৮টায় মির্জাপুর উপজেলা সদর এলাকার পুষ্টকামুরী জহুর বাড়ি মোড় থেকে থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ মাসুম মিয়াকে গ্রেপ্তার করে।
তিনি বাসাইল উপজেলার পৌলি গ্রামের বাসিন্দা এবং মির্জাপুরের বাইমহাটি প্রফেসর পাড়ার আজমত আলীর বাড়ির ভাড়াটিয়া। মির্জাপুর থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।











