২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও সারাদেশে লগি-বৈঠার তাণ্ডবে নিহত হওয়া নেতাকর্মীদের খুনিদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
সোমবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়।এর আগে, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে ২৮ অক্টোবরের শহীদরে স্মরণে আলোচনা সভা হয়।
সভায় উপজেলা জামায়াতে আমির ইয়াহ খান মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ।