টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে ৩টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার দেওহাটা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা হয়ে থাকতে বলে ফায়ার সার্ভিসের লোকজন ধারনা করছেন।
মার্কেটের মালিক আলমগীর মল্লিক জানান, তাঁর মার্কেটে একটি কাঠের দোকান, মুদি দোকান ও সেলুন ছিল। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধায় মার্কেটের ভাড়াটিয়া দোকানিরা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি ফোনে জানতে পারেন তার মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখতে পান মার্কেটে আগুন দাউ দাউ করে জ্বলছে।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্ত এ সময়ের মধ্যে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যান। মার্কেটে দোকান মালিক ছানোয়ার হোসেন, মোস্তফা ও ফজলুর রহমানের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তারা জানিয়েছেন। মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।