অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার শুরু করেন। তবে সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে কোথাও দেখা না যাওয়ায় ভক্তদের মাঝে সেই জল্পনা আরও বেড়েছিল।
তবে এবার সেই গুঞ্জনে একরকম ইতি টানলেন সৃজিত মুখার্জি। কারণ, মিথিলা সম্প্রতি পিএইচডি সম্পন্ন করে ‘ডক্টোরেট’ উপাধি অর্জন করেছেন। রোববার রাতে সামাজিকমাধ্যমে নিজের এই একাডেমিক সাফল্যের কথা জানান তিনি। সোমবার বিকেলে মিথিলার পোস্ট শেয়ার করে সৃজিত লিখেছেন অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!”।
এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করে আইরার অভিনয়েরও প্রশংসা করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও তার প্রশংসা করতে ভোলেননি তিনি। ফলে ভক্তদের মনে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়ে যত প্রশ্নই থাকুক, সাম্প্রতিক এই ঘটনাগুলো সেই গুঞ্জনকে অনেকটাই স্তিমিত করেছে।