মোঃ এরশাদ,মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী আয়োজন। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ বছর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে উপহার দেওয়া হয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ, বিশেষ অতিথি হিসাবে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.নাজমুস সাদেকীন, সভাপতি হিসাবে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা।
উপাচার্য বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না বরং এটি মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িয়ে রয়েছে। নবীনদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা পৃথিবীকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এটাই কাম্য।
সভাপতি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রতিটি চারা যেন তোমাদের হাত ধরে বড় হয়ে উঠে, ঠিক তেমনি তোমরাও জ্ঞানে ও নৈতিকতায় বড় হয়ে সমাজ ও দেশের জন্য অবদান রাখো।
এ সময় নবীন শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের উদ্যোগে সেগুলো রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।