টাঙ্গাইলের মধুপুরের পৌরশহরের দৈনিক বাজার ও উপজেলার মির্জাবাড়ীতে দুটি শিশু খাদ্য পণ্য তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অর্থদন্ড প্রদান করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতিবার(১৬ জানুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিভিন্ন নকল পণ্য সেভেনআপ, হাইস্পিড, চাষি চিনিগুঁড়া চাল, মিষ্টি দই, জেলি, চকলেট, জুস, কয়েল ইত্যাদি উৎপাদনের অপরাধে দুটি কারখানাকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দকৃত নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রসিকিউশন প্রদান করেন গাজীপুর বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী। আগামীদিনে এধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এসময় মধুপুর থানার এস আই শফিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।