টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক এম এ রউফ ভাই আর নেই। শনিবার(২২ ফেব্রুয়ারী) সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়ার পর বেডে নেওয়ার পরপরই তিনি মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সাংবাদিক এম.এ রউফ, দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভোগ ছিলেন। শুক্রবার (২১ ফেব্রয়ারী) সকাল থেকে তিনি পেটের সমস্যায় আক্রান্ত হন বলে জানা যায় । শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর চতুর্থ তলার ৪ নং বেডে নেয়ার পর পরই সকাল ৯ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রয়াত সাংবাদিক এম এ রউফ ৯০ দশকে মধুপুর থেকে মধুসাহিত্য নামে একটি পত্রিকা প্রকাশ করেন। যা পরবর্তীতে পাক্ষিক মধুবাণী নামে রেজিস্ট্রেশন হয়।
দীর্ঘ দিন চলার পর পাক্ষিক মধুবাণী নামের পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
তিনি দৈনিক দিনকালের মধুপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং পরে তিনি আমারদেশ পত্রিকায় মধুপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বিলুপ্ত পাক্ষিক মধুবাণীর সম্পাদক এম এ রউফের মৃত্যুর খবরে তার সহকারী সাংবাদিকরা শোকাভিভূত।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ,সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ইতি মধ্যে শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মৃত্যু বরণকারী সাংবাদিক এম.এ রউফের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।