টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন এর মহিষবাতান বাজার এ টাঙ্গাইল -১ আসন ( ধনবাড়ী – মধুপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ।
মধুপুর উপজেলা লেফটেন্যান্ট কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আজাদ। মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ , মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার প্রমুখ ।
সভায় আলোকদিয়া ইউনিয়ন এর শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন । কর্নেল আজাদ বলেন, ” আমাদের সন্তানদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে । এজন্য কর্মমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি জোর দিতে হবে । একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের নেতা তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের কাজ করে যেতে হবে । মানুষকে ভালোবাসতে হবে , মানুষের কাছে যেতে হবে । মানুষের কষ্টের কথা শুনে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে । আমি অসহায় মানুষের পাশে আছি থাকবো ” ।