রাহাত সরকার : দেশে চলমান খরা ও প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় দুই রাকাআত সুন্নত নামাজ ‘সালাতুল ইসতিসকার’ বা বৃষ্টির জন্য নামাজ আদায় করে দুই হাত সামনের দিকে উঁচিয়ে কাঁদলেন মুসুল্লিরা।
কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ সকল শ্রেণি পেশার প্রায় দেড় হাজার মুসুল্লি টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকারের এই নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির আয়োজনে খোলা আকাশের নিচে নামাজ আদায় করা হয়।
বিশেষ এ নামাজে প্রায় দেড় হাজার মুসল্লি অংশ নেন। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও নামাজে দাঁড়িয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তি ও প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এতে ইমামতি ও খুৎবা প্রদান করেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
প্রত্যেকেই সাধারণ পোশাক বা বড় গামছা নিয়ে এই নামাজে অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লীদের সাথে মার্কাজ মাদ্রাসার শিক্ষার্থীরাও এই নামাজে অংশগ্রহণ করেন।