মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত ২য় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (MBSTUDS) বিতর্ক দল ‘স্বপ্ন চত্ত্বর’।
গত ৪ ও ৫ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় মাভাবিপ্রবি দল কোয়ার্টার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-কে পরাজিত করে ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
দলের সদস্যরা হলেন—শেখ মহসিন আহমেদ, জামিরুল আলম মিয়াজী ও ইনজামামুল হক জয়। উল্লেখযোগ্যভাবে, শেখ মহসিন আহমেদ প্রতিযোগিতায় তৃতীয় স্পিকার ব্রেক করার কৃতিত্ব অর্জন করেন।
এই গৌরবময় অর্জনের পর আজ সোমবার (৭ জুলাই) দলটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় ভাইস-চ্যান্সেলর তাদের অভিনন্দন জানিয়ে বলেন—আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত নয়, বরং মাভাবিপ্রবির সম্মান, গৌরব এবং সক্ষমতার প্রকাশ।
বিতর্ক এমন একটি শিল্প, যেখানে যুক্তি, বিশ্লেষণ ও চিন্তার গভীরতা প্রকাশ পায়। তোমরা এই মঞ্চে দাঁড়িয়ে যুক্তি দিয়ে সত্যের পক্ষে অবস্থান নিয়েছ, সমাজের নানা বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছ। এ অর্জন প্রমাণ করে — আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, বরং তারা বুদ্ধিবৃত্তিক দক্ষতায়ও অনন্য।
আমি আশা করি, তোমাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ যোগাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবে।
তোমাদের জন্য শুভকামনা। সামনে আরও বড় অর্জনের আশায় মাভাবিপ্রবি।
ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নি”হ”ত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছে। ০৭ জুলাই সোমবার দুপুর ২টায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাঘিল...