বিআরআইসিএমের মহাপরিচালক মালা খানের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ। বিআরআইসিএমের প্রাঙ্গণে, ১২ আগস্ট, ২০২৪। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) মহাপরিচালক মালা খানের পদত্যাগের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার থেকে তাঁরা কর্মবিরতিতে গেছেন। একই দাবিতে তাঁরা বিক্ষোভও করেছেন।
কর্মবিরতিতে যাওয়া আন্দোলনকারীরা মালা খানের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ–বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও খারাপ আচরণের অভিযোগ এনেছেন। তাঁদের অভিযোগ, মালা খান জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তাঁর পিএইচডি ডিগ্রির বৈধতা প্রশ্নবিদ্ধ।
অভিযোগের বিষয়ে জানতে মালা খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ফোন ধরে মালা খানের ভাই পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, মালা খান তাঁর কাছাকাছি নেই।
বিআরআইসিএম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।