নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমরা যত বেশি বাঙ্গালী সংস্কৃতিকে জাগ্রত করতে পারবো আমাদের মাঝে ততো বেশী অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হবে। আমাদের চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ এগুলো আমাদের বাঙ্গালী সংস্কৃতির অংশ। এই সংস্কৃতিগুলো যদি আমরা ধরে রাখতে না পারি বা আমাদের হৃদয়ে লালন করতে না পারি তাহলে আমরা দিন দিন সাম্প্রদায়িকতার দিকে ধাবিত হবো। দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ উৎখাত করতে হলে আমাদের বাঙ্গালী সংস্কৃতিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাঙ্গালী সংস্কৃতি ও ঐতিয্যের ধারক ও বাহক পহেলা বৈশাখ। এছাড়া আবহমান কাল ধরে বাঙ্গালীর অর্থনীতিও কিন্তু এ পহেলা বৈশাখকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ।
বাংলার বাজারগুলো থেকে হালখাতা উৎসব হারিয়ে গেছে। আগে দোকানীরা পহেলা বৈশাখের দিনে তাদের পুরানো হিসাব শেষ করে নতুন খাতা খুলতো। আজ আমরা সেই সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি।
রবিবার (১৪ এপ্রিল) সকালে টাংগাইলের নাগরপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদেরকে আগে বাঙ্গালী চেতনাবোধে উদ্বুদ্ধ হতে হবে। এসময় তিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন আসুন আজ থেকে আমরা বাঙ্গালী সংস্কৃতিকে বাচিয়ে রাখার শপথ নেই এবং সকলের মাঝে অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলি। তবেই দেশটা উন্নত, সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাবে।
সকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সার্বিক তত্বাবধানে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রক্ষিন করে নাগরপুর সরকারী কলেজ মাঠে স্থাপিত বৈশাখী মঞ্চে এসে শেষ হয়।
পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।