সমাচার ডেস্ক : টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র মোহন সাহা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ক্লাবরোডস্থ টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জাফর আহমেদ, ইউনিট সেক্রেটারি এম. এ রৌফ, ইউনিট কার্যনির্বাহী সদস্য বাবু সুভাস চন্দ্র সাহা, এডভোকেট খোরশেদ আলম, আমিরুল ইসলাম খান, মো: সালাউদ্দিন হায়দার, ইউনিট লেভেল অফিসার এ.টি.এম জিয়াউল আহসান, যুব প্রধান মো: আল-আমিনসহ যুব সদস্যবৃন্দ।