বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ( বাগাছাস )এর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি মোঃ আবুল হোসেন আকাশ: টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস এর বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয় ১৫ জুন শনিবার জলছএ শান্তি নিকেতন হল রুমে।
উক্ত অনুষ্ঠানে মি: থিওফিল মাজি এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ ইয়াকুব আলী। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাগাছাস এর কেন্দ্রীয় সংসদে সাবেক সভাপতি মি: লিংকন ডিব্রা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাগাছাস এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মি:প্যাট্রিক চিসিম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাগাছাস এর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৌরিন আরেং সেং। উপস্থিতি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সজীব আহমেদ। উপস্থিতি ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মি: উইলিয়াম দাজেল। আদিবাসী নেত্রী মিসেস সন্ধ্যা সিম সাং। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শ্যমল মানখিন। সহ আরো অনেকেই উক্ত অনুষ্ঠানে ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে
সভাপতি নির্বাচিত হয়েছেন থিওফিল মাঝি, সিনিয়র সহ—সভাপতি শিমন রিছিল, সহ—সভাপতি লোচন খকসি, সহ—সভাপতি শুভ্র নকরেক, সহ—সভাপতি সুইটি হাজং, সাধারণ সম্পাদক বিপ্লব রেমা, যুগ্ম সম্পাদক প্রিয়াম মৃ, যুগ্ম সম্পাদক নির্ভয় চাম্বুগং সাংগঠনিক সম্পাদক এলভিন খকসি সহ ৯ জনের নাম নির্বাচিত করা হয় নতুন কমিটিতে পরবর্তীতে আবারো পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আয়োজনে মধুপুর উপজেলা শাখার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস। মোঃ আবুল হোসেন আকাশ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি ১৫ /৬/২০২৪/ তারিখ শনিবার
টাঙ্গাইেলর ক্যাপসুল মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা, ৩ দোকানিকে অর্থদণ্ড
মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্যাপসুল মার্কেটের বিভিন্ন কসমেটিকস এর দোকানে বিএসটিআই আইন - ২০১৮ এর উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়। জনাব আসিফ আল জিনাত এবং মোঃ মোহাইমিনুল ইসলাম, এক্সিকিউটিভ...