বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। তাকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয়েছে।
বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্রের আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় এ হামলা চালানো হয়।রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। হিরো আলম বলেন, আগে মনে করে ছিলাম ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে।
কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। হামলার সময় তারা বলেন, আমি না কি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি। কিন্তু আমি হিরো আলম বলছি কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াব।