পাবনার সাঁথিয়ায় মাকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে এ ঘটনায় ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রী সোনালী খাতুনসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রোববার (৩১ আগস্ট) মারধরের শিকার বৃদ্ধা মা মালেকা খাতুনের মেয়ে আমবিয়া খাতুন বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সূত্রপাত ২৩ আগস্ট। ওইদিন পারিবারিক কলহের জেরে সাঁথিয়ার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে মা মালেকা খাতুনকে তার ছেলে নজরুল ইসলাম (৪০) ও পুত্রবধূ সোনালী খাতুন (৩৫) মারধর করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এরই মধ্যে ৩০ আগস্ট দুপুরে মারধরের শিকার বৃদ্ধা মায়ের ছেলের বৌ সোনালী খাতুনের ছোট ভাই মনিরুজ্জামান (৩০), বোন ফরিদা পারভীন (৩৫) ও মুর্শিদা খাতুন (৪০) ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হুমকি দেন। এসময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।