সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের যমুনা নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে ১১ জেলেকে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৬ অক্টোবর) সদর ও কালিহাতী উপজেলার যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযান দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত অভিযান চলে।
এরপর সন্ধ্যার দিকে জেলেদের এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লোকমান মোল্লার ছেলে শফিকুল ইসলাম, আক্তার হোসেনের ছেলে বাদশা, রফিকুলের ছেলে হোসেন, ও সোহাগ, এছাড়াও আবু সাইদের ছেলে আসলাম, মাজম শেখের ছেলে আশরাফ। অপরদিকে সিরাজগঞ্জের আবু সামার ছেলে আলিম, তুফানের ছেলে গোলাম, ছকেরের মোল্লার ছেলে লতিফ, শাহা আলমের ছেলে আসাদুল ইসলাম ও বোরহান মন্ডলের ছেলে আসাদুল।
টাঙ্গাইলের মৎস কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জেলেদের কাছে থেকে হাতেনাতে ধরা হয়েছে। এ সময় মাছ ধরার প্রায় দশ হাজার মিটার জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। এ অভিযান অব্যাহতি থাকবে।টাঙ্গাইলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, জব্দ কৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উদ্ধারকৃত ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে । এছাড়াও ১১ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন, কালিহাতী মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।