নাটোরের বাগাতিপাড়ায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের দায়ে মো. দুলাল হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত দুলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। ভুক্তভোগী রাজশাহী জেলার চারঘাট উপজেলার মৌলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমান জানান, ২০১১ সালের ২ জুলাই আসামি দুলাল হোসেন ভুক্তভোগীকে পেয়ারা খাওয়ানোর নাম করে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। পরে শিশুটিকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে ওই বছরের ৩ জুলাই বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার ১৩ বছর পর মামলার সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।