নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক মত বিনিময় সভার মাধ্যমে এ তফসিল ঘোষনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল আলীম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।
এসময় প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষকদের আসন্ন নির্ববাচনকে সুন্দর ও সার্থক করার জন্য আহবান জানান। সকলকে দলাদলির উর্দ্ধে উঠে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য বলেন। সেই সাথে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান যাতে তারা নির্বাচিত হয়ে শিক্ষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিমউদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শহীনুর রহমান, সাধারন সম্পাদক সাজ্জাদ খোশনবীশ প্রমূখ।
তফসিল অনুযায়ী ভোট গ্রহন আগামী ৪ ঠা মে সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা চলবে। এছাড়া আগামী ১৫ই এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতি ভবন থেকে মনোনয়নপত্র গ্রহন করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ই এপ্রিল দুপুর ১টা। আর মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে আগামী ১৭ই এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৭ই এপ্রিল বিকাল ৫টায়। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহ সভাপতি মহিলা সহ প্রায় ৫১টি পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এবার সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহ সভাপতি মহিলা পদে শুধুমাত্র প্রধান শিক্ষকরাই নির্বাচন করতে পারবেন। বাকি পদগুলোতে যে কেউ নির্বাচন করতে পারবেন।