ঘুষ বাণিজ্য ও দুর্নীতিতে জড়তি উপজেলার মামুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলমাস উদ্দিন বলেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা ২০ হাজার, ৫০ হাজার , ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন।
টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিনসহ শত শত নারী ও পুরুষ অংশ নেন।