“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রসাশনের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় একযোগে ১৬০ টি প্লে গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করার লক্ষ্যে ধনবাড়ী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বীরতারা ইউনিয়ন এর বাঁশনিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল এগারোটায় ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এই প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন । এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, ” শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে এই প্লে গ্রাউন্ড এর প্রয়োজন আছে । ধনবাড়ীর সাতটি ইউনিয়নে ৭ টি এবং পৌরসভায় ৩ টি মোট ১০টি প্লে গ্রাউন্ড প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার জন্য তৈরি করা হচ্ছে “।











